চোখ আমার ভীষণ প্রিয়;রমণীর চোখ,পুরুষের চোখ।
ধূসর,নীল অথবা মিশমিশে কালো অক্ষিগোলক ।
ভালোবাসা খুঁজি চোখে।যে চোখে নেই লোলুপ যৌনতা।
যে চোখে কামুকতা নেই;নেই কোন আদিখ্যেতা ।
নির্মোহ সেই চোখ খুঁজতে খুঁজতে বহুপথ হেঁটেছি-
পৃথিবীর ঘূর্ণন গতির বিপরীতে।
পুরোপ্রস্তর থেকে আজকের মায়ামাখা পৃথিবীতে।
হাঁটছি আর হাঁটছি । দিগন্ত থেকে দিগন্তে।
অক্ষাংশ-দ্রাঘিমাংশের প্রতিটি বিন্দুতে।
বহু চোখ দেখেছি নক্ষত্রের মত ভাস্বর-
মাটিতে মিশেগেছে সে মাটির চোখ।
সূর্যকে দিয়ে গেছে উপঢৌকন; তীব্র আলোক !
এখনও অজস্র চোখ আছে;আছে অক্ষিগোলক।
তবু আমি চোখ খুঁজি,শুধুই চোখ--
যে চোখে আলো আছে;ভাস্বর আলো।
সবগুলো চোখ আলোকিত হোক
আজকের পৃথিবীর কেটে যাক শোক।
সেই চোখ খুঁজি আমি।ভাস্বর চোখ।