শর্ট ফিল্ম


তল্লা বাঁশের মতো লম্বা ছেলে
জাম তলা গাঁয়ে।
চন্দ্র নাথ তার নাম রেখেছে
আদর করে মায়ে।


তেল বিহীন জটলা বাঁধা
পাটের মতো চুল
গলে ঝুলে খাল বিলের
কলমি লতা ফুল।


পা দু'খানা ধুলোয় মাখা
মাঠ ঘাট চষা
হাতে মুখে পুইশাকের
লাল গুটা ঘষা।


পরনেতে নানা রঙের
তালি জামা তার
আজ দেখি এ গাঁয়েতে
কাল দেখিনা আর।


চেহারা তার রোদ্রে পোড়া
বেগুনের মতো রঙ
গাঁও গেরামে নানা উৎসবে
সাজে সে যে সঙ।


খুশী হয়ে কেউ তাকে
খেতে দেয় ভাত
কেউ তাকে গালি দেয়
গায়ে দেয় হাত।


এই ভাবে সঙ সেজে
কাটে তার দিন
রাতে ক্ষুধা পেটে করে
ব্যথা চিনচিন।


তোমরা যারা আর্ট ফিল্মের
গল্প খুজো রোজ
তাদের জন্য শর্ট ফিল্মের
একটা দিলাম খোঁজ।