ভুলে যেতে চাই,
ভুলে যেতে চাই তুমি সেই আগের তুমি নেই,
কিংবা আমি নেই সেই আগের আমি।
অনেক কিছুই তো হল মনে ধারন করে রাখা,
কি লাভ হল বলো??
এবার না হয় ভুলার পালা।
ভুলে যেতে চাই সে সব যাচ্ছেতাই গল্প,
যারা জোনাকির আলো ফিরিয়ে দিতে পারেনি।


চলো না, অনেক তো হল বেলা।
আর কত করব ভুল অংকের যোগ-বিয়োগ।
বেলা শেষে শুণ্যে ফিরতে চাই না।
চলো না, একটা নতুন গল্প লিখি।
বেনামী গল্প।
যে গল্পের কোন কারন নেই, স্বার্থ নেই।
নেই কোন যুক্তি।


চলো না একটা গল্পে থাকি,
যে গল্পে কেবল আছে পাশাপাশি থাকার আহবান।
আছে পূর্ণতা, আছে ভালো থাকার কারন।
সেই পুরুনো খুনসুটি, সত্য মিথ্যার গল্প।