সাগরকেও কি ডুবানো যায়, কোনো গহীন অতলে?
যেনো তার চিনহ টুকুন ও খোঁজে না পাওয়া যায়,
যায় না, তাই না।
তাহলে আমাকে কেনো ডুবতে বলো?
আমার কষ্ট গুলো তো এক মহা সাগরের চেয়ে কোন কম কিছু নয়।


একদিন তো ডুবতে চেয়ে ছিলাম,
তোমার মাঝে।
সাতার না জানা আমি,
অসচেতন আমি,
ডুবে মরতে চেয়েছিলাম,
তোমার গভীরে।
কই সেদিন তো আসন পেতে দাও নি,
সেদিন তোমার জল খুঁজেছিল নতুন ঝিনুক।


আমি কেবল আজ মরে যাই,
মরে যাই,
ছুয়ে থাকি জলের গায়ে,
ডুবিতে চাই, ডুবিতে চাই,
না ফেরার গভীরতায়।