আমি আবার আসব,
ফিরে আসব।
বরাবরের মতই,
ক্ষমা টুকুন চেয়ে নিতে।


জানি সেই একই কথা বলবে আবারো,
এবারো হয়ত ব্রু কুঁচকিয়ে,
ঠোট কাপিয়ে বলবে," ক্ষমা নেই তোমার"।
তোমার ঐ কুঁচকানো ব্রু,আর কাপাকাপা ঠোট,
হয়ত আমাকে ক্ষমা করবে না।
কিন্তু এটা জানি, তোমার ভিতরে যার বসবাস,
সে হয়ত কোন একদিন আমাকে ক্ষমা করবে।
সে যে তাহার থেকেও আমাকে বেশি ভালোবাসে।
আচ্ছা, উপরের লাইনটিতে "ভালোবাসে" শব্দটা কি ভুল লিখা হলো?


না কি, এখানে “ভালোবাসত” লিখা উচিত ছিল?
উচিতানুচিত এর ব্যাপারে আমার জ্ঞানের স্বল্পতা আছে,
সে তুমি জানো।
তবে, উপরের দুটি প্রশ্নই কিন্তু উড়ু প্রশ্ন,
কাউকে যে উত্তর দিতেই হবে সে রকম বাধ্যবাধকতা নেই।


আচ্ছা, ধ্রুবতারার কথা কি তোমার মনে আছে?
কিছু হলেই আমার নামে অভিযোগ জমা করতে তারা কাছে।


তুমি কি এখনো ধ্রুবতারার সাথে কথা বল?
অভিযোগ জানাও?
গতরাত্রীতে ধ্রুবতারাটাও আমার দিকে কেমন রক্তচক্ষু করে তাকিয়ে ছিল।


যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পরে,
তখন দুটো চোখ আকাশের দিকে তাকিয়ে থাকে আমার।
ঐ আকাশে যিনি আছেন,
তার নিকট আমার অনেক অভিযোগ।


আচ্ছা, আকাশ কি কখনো তাহার কাছে
আমার অভিযোগ পৌছে দিবে?
ধ্রুবতারার মত রক্তচক্ষু নিয়ে।
এনে দিবে আমার কালো রাত্রির শেষে সহজ সকাল।
ফিরিয়ে দিবে রক্তজবার স্পর্শ।
বুঝাতে পারবে রক্তজবাকে
আমিও তাকে চেয়েছিলাম, নিজের থেকেও বেশি।


হেরে যাওয়া মানুষ গুলো রাত্রিতে বোধহয় আকাশের দিকেই তাকিয়ে থাকে।
হয়ত আমার মতই অভিযোগ জমা করে।
অনন্তকাল ধরে তাদের জমানো অভিযোগের ভারে
আকাশ বয়ে নেমে আসে কৃশাঙ্গ রাত্রি।


....... শেখ মোঃ আশরাফুল