প্রচন্ডরকম শক্তি নিয়ে একটা ঝড় আসুক,
কোন এক বৈশাখে,
দুমড়ে মুচড়ে যাক,
সকল ঘটন-কিংবা অঘটন।
যাদের পরতে পরতে,
আমি হাড়িয়ে ফেলেছি,
তোমার আমাকে।


আমি ফিরে যেতে চাই আমার সেই অতীত,
যেখানে কাশফুল এর ডগায়,
এক বিন্দু শিশিরের মাঝে,
ভালোবাসা টুকুন জমা রেখে ছিলাম,
যারা ভোরের আলোর সাথে সাথেই,
পাড়ি জমিয়েছে দূরের আকাশে।


আমি এমন সকাল চাইনি
যে সকালে তুমি আমার নও
তার চেয়ে বরং রাত্রিই থাকুক
অনন্তকাল ধরে।


আমি না হয় একাই লড়ে যাবো,
সকল সুর্য্য প্রেমেকিদের সাথে,
যারা সুর্য্যস্নানের অপেক্ষায় আছে।
হেরে গেলেও তো আমার ভালোবাসা জিতে যাবে,
অন্তত শেষ দম পর্যন্ত আমি তোমার ছিলাম
এই তো ছিল প্রত্যাশা ও প্রাপ্তি।


প্রচন্ডরকম শক্তি নিয়ে একটা বৃষ্টি আসুক
কোন এক শ্রাবণে,
ঝড়ে পড়ুক আমার সকল আবেগ
তোমার বক্ষে,
মিশে যাক তারা তোমার ভিতর বাহিরে
অনন্তকাল ধরে।
থেমে যাক সময়ের কাটা
অন্তত আমার এক জীবন পর্যন্ত।


আমি না হয় একাই লড়ে যাবো,
সকল সময় সচেতনদের  সাথে,
যারা নতুন সৃতির অপেক্ষায় আছে।
হেরে গেলেও তো,
আমার ভালোবাসা জিতে যাবে,
অন্তত শেষ দম পর্যন্ত আমি তোমার ছিলাম
এই তো ছিল প্রত্যাশা ও প্রাপ্তি।


শেষ বেলায়
চিঠি লিখে যাবো বাতাসের গায়ে
যারা পৌছে যাবে
সকল বেরসিকের ঠিকানায়
যারা তোমাকে আমার হতে দেয়নি,
ফিসফিস শব্দে বলবে সবার কানে কানে
জানাবে একজন আমি ছিলাম
যে ভালোবাসতো তোমায়
নিজের থেকেও বেশি।


হেরে গেলেও তো
আমার ভালোবাসা জিতে যাবে,
অন্তত শেষ দম পর্যন্ত আমি তোমার ছিলাম
এই তো ছিল প্রত্যাশা ও প্রাপ্তি।