একদিন আমি হারিয়ে যাবো অথই নদীর জলে,
নাম ধরে যতই ডাকো চাহিব না চোখ খোলে,,


অশ্রুসিক্ত হয়ে বিদায় দিবে যত আছে আত্বীয় স্বজন
ফুঁপে ফুঁপে কাঁদবে কেহো কেউবা কাদিবে গোপন,,
দূর দুরান্ত থেকে আসবে কেহো কেউবা যাবে ভুলে,
একদিন আমি হারিয়ে যাবো অথই নদীর জলে,,


মুখে রটবে কিছু দিন যদি থাকে আমার গুণকীর্তন
তারপর  ভুলে যাবে, স্মৃতির পাতায় পড়ে থাকব
হয়তো কারো মনে হলে ভাসবে আঁখিজলে,
একদিন আমি হারিয়ে যাবো অথই নদীর জলে,,


শেষ বিদায় দিতে বাড়ীতে জমবে লোকের ভীর
শুন্য মাটির কাঁচা মাটিতে মিশাতে করবে ফিকির
কোন সুজন আসবে ছুটে সাজাতে সমাধি ফুলে
একদিন আমি হারিয়ে যাবো অথই নদীর জলে।


একদিন আমি হারিয়ে যাবো অথই নদীর জলে,
নাম ধরে যতই ডাকো চাহিব না চোখ খোলে,,


রচনা,২৯/১১/২০১৬