বাবা মা মাথার বট বৃক্ষ ছায়ার ছাদরে থাকে জড়িয়া
কারো বাবা মা জীবন থেকে যায় না যেন হারাইয়া।


বাবা মা আমরার এমন কারিগর
সন্তানকে মানুষ করতে যায় দেশ দেপান্তর,
সন্তানের কষ্ট হলে মা বাবার বুক যায় ফাটিয়া
কারো বাবা মা জীবন থেকে যায় না যেন হারাইয়া।


আজ বাবা মা  যদি না থাকিত সবার ঘরে
রঙ্গীন জীবন থাকত আমারার কালো আঁধারে
উচ্চতর ডিগ্রী অর্জন সবই হলো মা বাবার লাগিয়া
কারো বাবা মা  জীবন থেকে  যায় না যেন হারিয়া।


সন্তান যদি মা বাবার থেকে থাকে দুরে
সন্তান শোকে মা বাবার মন ছটফট করে,
আমি ব্যথা পেলে আজো বাবা বুকে নেয় টানিয়া
কারো বাবা মা জীবন থেকে যায় না যেন হারিয়া।
মা বাবা মাথার বট বৃক্ষ ছায়ার ছাদরে থাকে  জড়াইয়া
কারো বাবা  জীবন থেকে  যায় না যেন হারাইয়া।


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।