মায়ের ভাষা মধুর ভাষা
পেয়েছি রক্তের বিনিময়ে,
পাকিস্তানি কর্কট উর্দু ভাষা
স্থান দেয়নি বাংলা মায়ে।


বাংলা মায়ের বীর সন্তান
সালাম রফিক জব্বার বরকত,
তাজা রক্তে ভেসে গেছে
নিবেদিত প্রাণ কত শত।


একটাই দাবী একটাই কথা
মধুর ভাষা মায়ের ভাষা,
জীবন থাকতে নিতে পারবে না
রক্তের বিনিময়ে  হবে চাষা।


অকুতোভয়ে ঝাপিয়ে পড়ছে
পাকিস্তানি বন্দুকের সম্মুখে,
বুক পেতে গুলি খেয়েছে
প্রাণ দিয়েছে হাসি মুখে।


রক্ত দিয়ে লিখা বর্ণমালা
বায়ান্নের আন্দোলনের বিজয় মালা,
তোমাদের মহিমায় ফিরে পাওয়া
মধুর ভাষায় আজ হয় কথা বলা।


একুশে ফেব্রুয়ারি এলে
ফুল হাতে যাই শহীদ মিনারে,
চোখের জলে প্রার্থনা করি
পরম সুখে থাকো তোমরা পরপারে।


তোমাদের ঋণ শোধ হবে না
তোমরা হৃদয়ে আছো হয়ে অমর,
অ আ ক খ বর্ণমালায় রক্তে লিখা
তোমাদের নাম থাকবে যুগ-যুগান্তর।


আমরা তোমাদের ভুলবনা
ভুলিই কেমন করে,
বাংলা মায়ের মধুর ভাষা
তোমরা এনেছিলে কেঁড়ে।


সেলবরষ-মামুদপুর( কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
রচনা,১৯.০২.২১
৩.৫০মি,এ এম।