জন্মের পরেই জন্মের মত মরে গেছি
এখন হয়তো লাইফ সাপোর্টে আছি,
কে কার রাখে খবর মনে হয় সবার একেই হাল
পিঠের কাপড় খুল্লেই বুঝা যায় কাহারও নাই পিঠের চাল।


কে কাকে দেবে সান্ত্বনা
কেউই ত পরিশুদ্ধ না,
পরিশুদ্ধি লাভ করিবার তরে
বিরাজ করছি এই জগৎ জুড়ে।
মিছে ধান্দায়  ঘুরে জিন্দা মরছি
কাঁধের ঝুলা শুন্য রেখেই হয়তো ফিরছি।।


শুন্য হাতেই এসেছি পুর্ণতা লাভের আশায়
চালান সহ পুঁজি খেয়ে আছি দিশাহারায়,
এদিক সেদিক ঘোরপাক খাচ্ছি
পাপের নেশায় বেশামাল হচ্ছি,
কে নেবে কার দায়ভার
খেয়াঘাটে আটকে আছি
কেমনে দেই পারাপার।।


নিজ দোষে পাবো না সনদ
পৃথিবী নামক কারাগারে,
অগণিত বছর থাকতে হবে
দোযখ নামের শুদ্ধা গাড়ে,
পরজন্মে শুদ্ধ হয়ে যদি যাই স্বর্গে
জিন্দামরা থেকে মুক্তি  পাবো
আর আটকিব না মর্গে।।


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ
০৭.০১.২০২১
৬.৪৭,এএম।