তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলে যখন,
ক্ষণিকের লিফট ছিল না তখন,
উপরে উঠার স্থায়ী সিঁড়ি ভুলে হয়েছো অকৃতজ্ঞ
অতীত ভুলা ব্যক্তি খোদার কাছে নয় গ্রহণ যোগ্য।


সামান্য নাম জস খ্যাতি  হয়তো হয়েছে তোমার
তাই সঙ্গের সাথী করেছো কিছু নরপশু সিমার
বন্ধ হয়ে যাবে যেদিন, দেওয়া নামিদামি গিফট
সেইদিন মাঝ পথে থেমে যাবে ক্ষনিকের লিফট
সমাজে বনে যাবে ব্যক্তিত্বহীন হয়ে যাবে অজ্ঞ
অতীত ভুলা ব্যক্তি খোদার কাছে নয় গ্রহণ যোগ্য।


গুরুজনের মুখের বাণী, সঙ্গ দোষে লোহা জলে ভাসে
মানুষ অমানুষ হয় অকৃতজ্ঞ বেমুনাসিফের সংস্পর্শে,
সুশিক্ষা লোপ পায় লোভ লালসার শিকারে
সুন্দর জীবন পড়ে থাকে ঘোর অন্ধকারে,
পরিপাটি মিষ্টিভাষায় কথা বলে যতই ভাবো বিজ্ঞ
অতীত ভুলা ব্যক্তি খোদার কাছে নয় গ্রহণ যোগ্য।


মালিক তোমাদের সহায় হোক
হেদায়েতের ছোঁয়ায় জীবন সুন্দর হোক,
ভিতরের বদ নফস হোক কোরবান
তোমাদের জীবনে পড়ুক খোদার মেহেরবান,
দুজনমেই হয়ে থেকো জাতি হিসাবে  সভ্য
অতীত ভুলা ব্যক্তি খোদার কাছে নয় গ্রহণ যোগ্য।


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
২৯.০১.২০২১.
৩৩২৯পিএম।