আমি প্রদীপ হয়ে জ্বলবো
আলোকিত করতে তোমার ভুবন,
আমি বসন্ত হয়ে আসব
সাজাতে তোমার জীবন


আমি ফুলের মধু হয়ে থাকিব
তুমি ভ্রমর হয়ে খাইয়ো মধু
আমি জোনাকি হয়ে আলো ছড়াব
রাতের আঁধারে আমায় দেখবে শুধু


আমি তাঁতের শাড়ি হয়ে থাকব
জড়িয়ে রাখবে তোমার সারা অঙ্গে
আমি বহু সুগম পথ পাড়ি দিয়ে আসব
সারা জীবন থাকিতে তোমার সঙ্গে।


তুমি তো জানো না বন্ধু
তুমি যে আমার কতো আপন
তোমায় নিয়ে দেখি আমি
রাত বিরাতে কত যে স্বপন।
কিন্ত জানালার বাইরে
খুঁজে যাই তোমায় বন্ধু,
আমি যখন থাকি
তখন তুমি থাকো না ।
তুমি যখন থাকো,
তখন আমি থাকি না ।
তবু আমি জানালার বাইরে ,
খুঁজে বেড়াই তোমায়।


সেলবরষ মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
২১.০১.২০১৪