বাঁশির সুরে রাধা যদি  আসিত কদমতলায়
কলঙ্কের বাঁশি ধন্য হইত থাকিত না অবহেলায়,


রোজ নিশিতে কদম ডালে কতই সুর তুলে
অভাগার মনের ব্যথা সুরে সুরে ভুলে
যার লাগিয়া নিশি জাগে সে থাকে নিরালায়
কলঙ্কের বাঁশি ধন্য হইত থাকিত না অবহেলায় ।


সাজ সজ্জায় পরিপাটি হইয়া রাজকুমার
ভৈরবী আর শীবরঞ্জনী  বাজায় বারেবার
সুর লহরী সবেই বৃথা তুমি না আসিলে সেথায়
কলঙ্কের বাঁশি ধন্য হইত থাকিত না অবহেলায়।


আর কতকাল সুর তুলিলে রাধার হবে দেখা
সুরে সুরে ডাকে বাঁশি হইয়া তোমার সখা
মান অভিমান ভুলে সখি আসো কদমতলায়
কলঙ্কের বাঁশি ধন্য হইত থাকিত না অবহেলায়।
বাঁশির সুরে রাধা যদি আসিত কদমতলায়


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
০৫.০২.২১
২৪০এএম।