আজ বাবা হয়ে বুঝেছি মায়ের  কদর
শাড়ীর আঁচল দিয়ে ঢেকে রাখিত
যাতে না লাগে সন্তানের বদ নজর।


বুকের ধন মানিক রতন কে নিয়েই কুলে
রাজ্যের সমতুল্য প্রসব ব্যথা নিমিষে যায় ভুলে
সন্তান ভুমিষ্ট হওয়ার সাথে শুনেই কান্নার ধ্বনি
বিষাক্ত রক্তে ভেসে যাওয়া স্থলেই বুকে লয় টানি
মা শাল দুগ্ধ পান করায় ভুলে অসহ্য ব্যথার কামড়
আজ বাবা হয়ে বুঝেছি মায়ের কদর।


কান্নার আওয়াজ শুনেই মা খেয়ে দিত
ঘুম পাড়ানি গান শুনিয়ে মাথায় হাত বুলাত
প্রস্রাবে ভেজা জায়গায় মা ঘুমাত
কতই না করিত স্নেহ আর আদর
আজ বাবা হয়ে বুঝেছি মায়ের কদর।


মায়ের কাছে মেয়ে ছেলে নেই কোন ব্যবধান
সকলেই বুকের মানিক আদরেও সমান,
যদি কোন সন্তানের সামান্য ব্যথা গায়ে লাগে
কেউ না জানিবার আগে মায়ের হৃদয় জাগে,
সবার আগে সন্তান শোকে মা হয় যে  কাতর
আজ বাবা হয়ে বুঝেছি মায়ের কদর।


অসুস্থ হয়ে যদি সন্তান বিছানায় থাকে পড়ে
বাবা  ঘুমালেও মা জননী অনিদ্রায় সেবা যত্ন করে
দুই হাত তুলে ফরিয়াদ করে সন্তানের রুগ মুক্তি চেয়ে
আমার সন্তানের বালামুসিবত দিয়ে দাও মোর গায়ে
  মায়ের চেয়ে বেশি দরদ দেখি না দুনিয়ার ভেতর
আজ বাবা হয়ে বুঝেছি মায়ের কদর।


আমি অধম বিনয়ের সাথে বলি শোন হে সন্তান
মায়ের প্রতি হইয়ো না কটোর নিষ্ঠুর পাষাণ,
মায়ের পায়ে সন্তানের বেহেশত কোরআনে কয়
মায়ের সাথে নরম আচারণ করিয়ো, হয়ো বিনয়,
মানব জনম বৃথা হবে পড়িলে  মায়ের কু,নজর
বাবা হয়ে বুঝেছি মায়ের কি কদর।


সেলবরষ-মামুদপুর(কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
৯.০২.২১.