স্বাধীন ভাষা চিনিয়ে আনতে
যাদের তাজা রক্তে লোহিত  হল বাংলা মা,
সেই বীর সন্তান দের ভুলি কেমন করে
সলাম রফিক জব্বার বরকত সহ অগণিত
ভাষা শহীদ আছো বাংলা মায়ের অন্তরে অন্তরে।


শত মায়ের  ভারি কান্নার লোনাজলে
বুকের মাঝে ব্যথার চর জমেছে সন্তান হারানো  শোকে,
সেই সন্তান হারানো মায়ের কান্নার
ধ্বনি আজো কানে বাজে করুণ সুরে,
সলাম রফিক জব্বার বরকত সহ অগণিত
ভাষা শহীদ আছো বাংলা মায়ের অন্তরে অন্তরে।


স্বাধীন ভাষায় কথা বলার তরে
মেঘের বর্ষনের ন্যায় গুলি বুক পেতে নিলে,
লাল তাজা রক্তে মাঠের সবুজ ঘাস ভেজালে
সেই মহিমার ত্যাগ ভুলি কেমন করে,
সলাম রফিক জব্বার বরকত সহ অগণিত
ভাষা শহীদ আছো বাংলা মায়ের অন্তরে অন্তরে।


ভাষা শহীদের স্মরণে লাখো কন্ঠে  
বাউলের একতারায় কবিদের কবিতার ছন্দে গানে গাওয়া হয় কত শত গান,
বাছর ঘুরে একুশে ফেব্রুয়ারি আসে
ফিরে আসে না সালাম রফিক জব্বার বরকত সহ সকল শহীদান।
আজও বেঁচে আছে আত্মীয় স্বজনরা
না ফেরার জমানো ব্যথা বুকে চেপে ধরে,
সলাম রফিক জব্বার বরকত সহ অগণিত
ভাষা শহীদ আছো বাংলা মায়ের অন্তরে অন্তরে।


সেলবরষ-মামুদপুর (কাকিয়াম)
ধর্মপাশা সুনামগঞ্জ।
০৪.০২.২১