শেখ জসীম উদ্দীন


মনের ‍দুঃখ আমি বুঝাই কাকে,
যারে আমি পেয়েছিলাম মনের সুখের ঘরে,
সে অামায় আঘাত দিল কলিজার ভিতরে,
তবুও তুমি ভাল থাক, সুখে থাক এই মোর প্রার্থনা,
চাহি তোমার কল্যাণ নাহি কভু চাহি অকল্যাণ,
দিলাম তোমারে আজীবন সান্ত্বনা,
আল্লাহর পথেই আসার জন্য আমার এই সাধনা ।


মনের ‍দুঃখ আমি বুঝাই কাকে,
বোন তুমি পর্দায় থাকিও আল্লাহর হুকুম মেনে চলিও এই মোর চির আকুতি,
যেই হউক না কেন তারা পিতা-মাতা, প্রিয়জন যদি করে হুকুম আল্লাহ বিরোধী,
বোন তুমি তাহার হুকুম মানিওনা কভু এই মোর চির মিনতি।
বোন তুমি এমন এক সঙ্গী বেছে নিও দ্বীনদার সাথী,
পরকালে পাবে তুমি জান্নাতের আলোকিত বাঁতি।


মনের ‍দুঃখ আমি বুঝাই কাকে,
যার চোখের পলকে পলকে ছিল মোর ইশারা,
সে কেমনে ভুলে থাকে মোরে তাই আমি দিশেহারা।
নাহি জানি কভুও তোমার সেই কোন ছলনা,
কি কারণে ভুলেছিস তুই আমারে শুধু একবার বল না?


মনের ‍দুঃখ আমি বুঝাই কাকে,
সেই রাতে চোখের পানিতে ভাসাইয়াছি মোর বিছানা,
আল্লাহ ছাড়া কেউ দিতে পারেনি মোরে গভীর সান্ত্বনা।
আমি আপনার রানী বলেছিলা বলেই আজি আমার এই যাতনা ।
আমি তোমার স্বত্বাধিকারী বলেছিলাম বলেই আজি তোমার এত বাহানা।
তবুও তুমি বোন আশায় থাকিও নাহি কভু নিরাশা,
ভুল শুধরে একদিন তুমি ফিরে আসিবে এই মোর ভরসা।


মনের ‍দুঃখ আমি বুঝাই কাকে,
স্বর্গের স্বপ্ন বুনিতাম,আর পৃথিবীর রং দিয়ে আঁকতাম তোমার যতসব গহনা,
ফিরে এসো বোন তুমি রাগ করিওনা,ছেড়ে দাও শয়তানের কুমন্ত্রণা।
আল্লাহর পথেই আসার জন্য আমার এই সাধনা ।
আজীবন রবে মোর এই জীবন বন্ধনা।


লেখার বানানে ভুল ত্রুটি থাকতে পারে,,,,, ,,