স্বপ্নের অতল গহ্বরে লুকিয়ে থাকা এই হাসি,
আফ্রিকার গহীন অরণ্যে খুঁজে বেড়াই এই হাসি,
হাজার রাত্রির মাঝে খুঁজে পাই এই হাসি,
লক্ষ-কোটি কষ্টের মাঝে এই হাসি,
হাজারো যন্ত্রণার মুহূর্তে এই হাসি,
সারাদিন কর্ম চঞ্চল কাজের ফাঁকে এই হাসি,
প্রিয় মুনুষটিকে কাছে পাওয়ার বেদনায় আমার এই হাসি !


স্বপ্নের মাঝে হারিয়ে যাওয়া এই হাসি,
লক্ষ-কোটি মানুষের ভিড়ে এই হাসি,
আমার অফিস পিওনটাকে বকা দেওয়ার মুহূর্তে এই হাসি,
আবেগ জগতে ভাসিয়ে যাওয়ার মাঝে এই হাসি,
বসন্ত কালের একলা দুপুরে মনেপড়া শৈশব বালিকার স্মৃতির আবেগে আমার এই হাসি!


আমার বাংলার কাব্যিক রাজধানী কলকাতা শহরে ভ্রমণ ক্লান্তি শেষে এই হাসি,
মাঝে মাঝে অনলাইনে খুঁজে পাওয়া আবেগভরা রমণীর চ্যাটে এই হাসি,
অনলাইনে চষে বেড়ানো অচেনা বিদেশী বন্ধুদের ভিডিও চ্যাটে এই হাসি,
বৌ-জামাইয়ের ঝগড়াঝাঁটি মীমাংসা করে দেওয়ার মাঝে এই হাসি,
দুই বন্ধুর মনোমালিন্যতা মুছে দেওয়ার মাঝে আমার এই হাসি !


জীবন সংগ্রামে মাথার ঘাম পায়ে ফেলে কেঁটে খাওয়া মানব গোষ্ঠী অবলোকনে আমার এই হাসি,
গরিবের ঘর ধনাঢ্য হওয়ার ইতিহাসে আমার এই হাসি,
উড়োজাহাজে আকাশ ভ্রমণের আবেগে খুঁজে পাওয়া এই হাসি !


মসজিদে মনের প্রশান্তি নেওয়ার মাঝে আমার এই হাসি,
পবিত্র কোরআন পড়ে তৃপ্তি সাগর পাড়ি দেওয়ার মাঝে আমার এই হাসি,
নামাজরত মুনাজাতে কান্নাকাটি শেষে উপলব্ধি পাওয়া আমার এই হাসি !