গত রাতে স্বপ্নে দেখা এই কবিতা,
মন বাগানের গভীর ভাবনা দিয়ে স্বপ্নের গহীনে সাজিয়ে লেখা এই কবিতা।
সকালের ক্ষুধার্ত উদরে বসে বসে লেখা এই কবিতা।
স্বর্গের সাগরে ভাসিয়ে বেড়ানো আমার এই স্বাপ্নিক কবিতা।


জীবন যুদ্ধে খুঁড়ে খুঁড়ে পাওয়া আমার এই কবিতা,
শির স্বেদ পাঁয়ে ঝরানোর বদলে ঠেকে শেখা আমার এই কবিতা,
পৌরাণিক যুগের ইতিহাসে খুঁজে পাওয়া আমার এই কবিতা ,
বাল্যজীবনের আত্মজ্ঞানে জমানো আমার এই স্বাপ্নিক কবিতা।


পৃথিবীর মানব প্রতিদ্বন্দ্বিতার বেদনার ছন্দে মিলানো আমার এই কবিতা,
শত মনিষীর জীবনীর অনুকরণে চর্চা করে পাওয়া আমার এই কবিতা,
বিভোর ভাবনায় ফিরে আসা আমার এই কবিতা,
জীবন পটভূমিতে থেমে থেমে চলা আমার এই স্বাপ্নিক কবিতা।


বাল্যস্মৃতির বালিকার হাঁসির ছন্দে মিলানো আমার এই কবিতা,
প্রাকৃতিক দুর্যোগে হতাশার শান্তনায় আমার এই কবিতা,
স্বপ্নের স্বর্গে ছুটে বেড়ানো আমার এই কবিতা,
পরকালের স্বর্গোদ্যানে শান্তির মোহনায় সাঁতার কাঁটানোর মোহে আমার এই স্বাপ্নিক কবিতা।