বাল্যস্মৃতির মায়ার জালে গ্রেফতার হয়েছি,
আজকে হঠাৎ বাল্যজীবন ফিরে দেখেছি,
কোন সেই মায়ার জ্বালায় অন্তর জ্বালায়ছি,
আজকে আমি বাল্যস্মৃতির প্রথম বই খোলে দেখেছি।


কোথায় সেদিন যেদিন আমি ঊষাকালে কোরআন পড়েছি,
ভোরবেলা মুয়াজ্জিনের আযান শুনে আমার ঘুম ভেঙ্গেছি।


কোথায় সেদিন যেদিন আমি প্রভাতে সকাল বেলার পাখির ডাক শুনেছি,
জাতীয় পাখির কণ্ঠস্বরে আমার কণ্ঠ মিলায়ছি।


কোথায় সেদিন যেদিন আমি বসন্তের হাওয়ায় হাওয়া খেয়েছি,
দ্বিপ্রহরে কোকিলের কুহু কুহু ডাক শুনেছি।


কোথায় সেদিন যেদিন আমি গ্রামের জনপদে সাইকেল চালিয়েছি,
তেওয়ারীহাটের অদ্দরে মাঠে আছাড় খেয়ে রক্ত ঝরায়ছি।


কোথায় সেদিন যেদিন আমি প্রাথমিক বিদ্যালয়ে কবি নজরুলের কবিতা পড়েছি,
তাহার কবিতার ছন্দে আমি কবিতা লিখেছি।


কোথায় সেদিন যেদিন আমি উচ্চ বিদ্যালয়ে পল্লী কবি জসীম উদ্দীনের জীবনী পড়েছি,
তাহার প্রতিদান কবিতার ছন্দে আমি জীবন সাজায়ছি ।


কোথায় সেদিন যেদিন আমি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় স্যারের মাইর খেয়েছি,
সেই স্যারকে আজি মনে পড়ে বেশী।


কোথায় সেদিন যেদিন আমি টিফিন ছুটিতে স্কুল ফাঁকি দিয়েছি,
মৌলবী স্যারের কাছে ধরা খেয়ে গায়েঁ জ্বর তুলেছি।


কোথায় সেদিন যেদিন আমি প্রত্যহ মায়ের মাইর খেয়েছি,
মায়ের ভয়ে সারাদিন উপোস থেকেছি।


কোথায় সেদিন যেদিন আমি রোজ ভাইয়ের সাথে ঝগড়া করেছি,
দুই ভাই মিলে সারাদিন মারামারি করেছি।


কোথায় সেদিন যেদিন আমি রাখাল, হয়ে গরু ছাগল চরিয়েছি,
জমিতে ঘাঁস কাটতে গিয়ে আঙ্গুল কেঁটেছি।


কোথায় সেদিন যেদিন আমি পুকুরে সাঁতার কেটেছি,
পানিতে ডুব দিয়ে মাগুর মাছ ধরেছি।


কোথায় সেদিন যেদিন আমি বাল্যবন্ধুর সাথে ঝগড়া করেছি,
মাঝে মাঝে বাল্যবন্ধুর মাইর খেয়েছি।


জানিনা বন্ধু কোন স্মৃতির মায়ার জাদু হঠাৎ অন্তরে আঘাত করেছে,
তোদের জন্য মন কাঁদে, প্রাণ কাঁদে, দু্ই চোখও কাঁদে।


লেখার বানানে ভুল থাকতে পারে,,,অারো কিছু লেখার মানসিকতা ছিল, সময় স্বল্পতার কারণে সম্ভব হলো না।