তুমি কি সেই নারী ?
                জ্ঞান সাগরে রেখেছিলাম,
তোমার জন্য ভ্রাম্যমান লাইব্রেরি।
                 সত্যি যদি হইয়া থেকো,
বই পিপাসু রাজকুমারী নারী,
                 সেই সাগর পাড়ি দিয়ে,
চলে এসো,
চট্টগ্রাম বিদ্যাশহরে আমার বাগান বাড়ি ।


তুমি কি সেই নারী ?
                 রাত জেগে চেয়ে থাকি সুউচ্চ আকাশ পানে,
এই কোন চাঁদ রমনীর চন্দ্রমুখী হাসি,
                 সত্যি যদি হইয়া থেকো,
বিড়ালচক্ষু, চাঁদ রমনী নারী,
                 সেই গগন উড়াল দিয়ে,
চলে এসো,
চন্দ্র গ্রহে আমার আকাশ বাড়ি।


তুমি কি সেই নারী ?
                 বঙ্গোপসাগরে ঢেউয়ের স্রোতে,
ছেড়ে দিয়েছিলাম,
                  তোমার জন্য ভ্রমণতরী।
সত্যি যদি হইয়া থেকো,
                 গুণবর্তী,রূপবর্তী,অপরূপা সুন্দরী,
সেই তরীর নাবিক হইয়া,
                  চলে এসো,
কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে,
                  আমার জীবনতরী।


তুমি কি সেই নারী ?
                 তোমার জন্য রেখেছিলাম,
রাজপথে গাড়ি,
                 সত্যি যদি হইয়া থেকো,
জ্ঞান প্রেয়সী,ভ্রমণ বিলাসী, চিরসুখী নারী ,
                সেই গাড়ির চালক হইয়া,
চলে এসো,
                বান্দরবানের নীলাচলে,
আমার পাহাড়িকা বাড়ি।


তুমি কি সেই নারী ?
               ফারিয়াদেরকুলের নদীর উপকূলে,
গড়ে ছিলাম শৈশব বাড়ি,
               সত্যি যদি হইয়া থেকো,
আশৈশব পরানপ্রিয় নীলনয়না নারী,
             সেই নদীতে সাঁতার কেটে,
চলে এসো,
            ঐ নদীর পশ্চিম কূলে,
আমার জন্মবাড়ি।


তুমি কি সেই নারী ?
            তোমার জন্য নামাজরত মুনাজাতে বলেছিলাম,
হে আল্লাহ,সব গুনা ক্ষমা করে দিয়ে,
             দিয়ে দিও,
বেহেশতে বসতবাড়ি,
             সত্যি যদি হইয়া থেকো,
পর্দাশীল,চক্ষু শীতলকারী, প্রবল ধার্মিক নারী,
              সেই বাড়ির বাসিন্দা হইয়া,
চলে এসো,
             মক্কা-মদিনার দেশে,
গড়বো মোরা স্বর্গ বাড়ি।


---কবিতার আরও কিছু অংশ বাকি আছে সময় স্বল্পতার কারণে সম্পুন্ন লিখা সম্ভব হলোনা,,,,,,,,,