বাহারী কষ্ট


স্বপ্নের মাঝ পথে ঘুম ভেঙ্গে যেতেই দেখি
তুমি আর এখানে নেই, উড়ে গেছো বহুদুরে
অসমাপ্ত গল্পটা রয়ে গেলো টেবিলে
পাশে নিভে যাওয়া সিগারেট, কিছু অবশিষ্ট ছাই ।


হুইস্কির গ্লাসটাও যেভাবে ছিলো
সেভাবেই আছে, গল্পটাও আর আগায়নি
মাঝ পথে তুমি ফেরারী হলে, ঘাস ফড়িংয়ের মতোন
সবুজ জমিনে মিশে যাওয়া স্মৃতির পাতায় ।


তুমি আসো, ফিরেও যাও, আবার আসো
নিঃসঙ্গতা রয়েই যায় বরো মাস
কোরাল দ্বীপে কালো দুই পাথরের মতোন
আমিও নেই অমৃত স্বাদ নোনা জলের ।


তোমাকে চোখ বুঁজে ছুঁয়ে দেখি
অজান্তে জল গড়িয়ে পড়ে, স্মৃতির শিশির বিন্দু
বোঝার আগেই মিলিয়ে যায়, যাতনার তপ্ত রোদে
আমার ভালোবাসাও এমনি বাহারি কষ্ট রঙের।।


১০.০১.২০২০