মিথ্যেই হোক জীবন তীরে সুখ সাগরের ফেনা,
পা ভিজিয়ে চাই মেটাতে এক জনমের দেনা।
ডুব সাঁতারে আজন্ম ভয় জল-গভীরের কালো,
প্রেম শুধু দেয় হাতছানি, আর কেউ কি বাসে ভালো ?


একলা ছিলেম একাই যাবো একার খোঁজেও ভয়,
না লেখা সব কাব্য যদি আর লেখা না হয়।
আর যদি সুর ছন্দরা সব সুপ্ত হয়েই থাকে,
জানবে না কেউ মেঘ দেখে মন কি ভাবে কি আঁকে।


জানবে না কেউ, কি ছিলো, বা কি হতো কি হলে,
অল্প জানা এই ফেনাতেই, বাদবাকি … অতলে।
জল গভীরে ডুববো নাকি থাকবো তীরে ঠায়,
দুই ভয়ের এই দোটানাতে শ্বাস নেয়া আজ দায়।


কৃষ্ণ যে সুখ জরদ যে দুখ সবটা সেঁচে শেষ,
অভিজ্ঞতার পকেট ভারী বোধরা নিরুদ্দেশ।
মন বলে সে সব জানে তাও নেয় না কোনো ঝুঁকি,
অজ্ঞাতে তার ভয় নিরাধার দেয় না সাহস উঁকি।


মন-আবিলে এই দ্বিধা আজ করছে কথার খোঁজ,
কাব্য এখন শ্বেত গোলাপী পদ্ম ফোটায় রোজ।
দু:খ কোথায় … কাব্যে শুধু সুখটুকু যায় চেনা,
মিথ্যে বালু দেয় ধুয়ে এই সুখ সাগরের ফেনা।