নিঃস্ব তোমার ঐ শহরে মন হারালাম ... তাই,
মনের ভুলে মনের মাঝেই সেই শহরে যাই।
কল্পনাতে সেই শহরের রোদে পোড়াই মন,
ভ্রম-বিলাসে তোমায় খুঁজি মনেই সারাক্ষণ।


কি নেই আমার ... সবই ছিলো, আছে, আবার হবে,
কেন তবু মনটা বলে, দেখবো তোমায় কবে !
শূন্যতারা পর করেছে অযুত প্রহর আগে,
তবু জানো ... পূর্ণ বেশেই বুকটা শূন্য লাগে।


শূন্য বুকে হাত বুলিয়ে আনমনে চোখ বুঁজি,
কে জানে কোন বিষাদ সেঁচে দুঃখ ঝিনুক খুঁজি।
জীবনভরের সঞ্চিত সুখ হঠাত হলো দূর,
তোমার চোখে চূর্ণ হওয়ার নেশায় হলাম চুর।


কিন্তু জানো ... মন বলে আজ বাতুল আমি একাই,
দহন জ্বলন ক্ষরণ স্ফূরণ নিজকে নিজেই দেখাই।
তোমার শহর নিঃস্ব ... সেথায় ব্যস্ত সবাই মিছে,
সুখের খোঁজে ছুটছে সবাই মনকে ফেলে পিছে।


তাই তো আমার দৃষ্টিতে চোখ রেখেও তুমি স্থির,
চোখের জলে ডুবলে না ... আর খুঁজলে সুখের তীর।
সুখ তো আমার অতীত, এখন সুখ যে আমার পর,
তোমার কাছে চাই তো আমি দুঃখ জনমভর।


দুঃখ ছাড়া দেবার আমার আর যে কিছুই নেই,
এক জনমের অশ্রুভেজা প্রেমটা তোমায় দেই ?
সবটা দিয়ে পূর্ণ হওয়ার তাগিদটা তো আমার,
পূর্ণ তুমি, নাও বা না নাও, কি আসে যায় তোমার।