মুঠোয় ভরা স্মৃতির বালু
দুঃখ সুখের কণা,
চূর্ণ দুখের ধূসর ভিড়ে
সুখগুলো যায় গোনা।

বন্ধ মুঠোর জানলা গলে
রাগগুলো যায় ঝরে,
অনুরাগের টুকরো বাঁচে
আঙুল কপাট ধরে।

স্মৃতির বালুর বিষাদ কুচি
জমাট বাঁধে হাতে,
এক জনমের অশ্রুভেজা
প্রেম জমে তার সাথে।

আঁকড়ে ধরা সেই মুঠোতে
নিত্য খোঁচায় শূল,
শ্বেত অবুঝ আর অসিত লোভের
খেদ মাখানো ভুল।

খুললে মুঠো হাতের পটে
ক্ষোভের অযুত দানা,
কোনটা যে কার পাওনা ছিলো
নেই এখন আর জানা।

বেরং বালুর মাঝেই বাঁচে
প্রেম-ঝিনুকের গুঁড়ো,
ঝিকমিকে সেই প্রণয় সুধায়
হচ্ছি দুজন বুড়ো।