বিচ্ছেদ সামাজিক,
দুজন দু'পথে অচেনা, যদিও
দেখা হয় আপতিক।

চাহনী মিলনে স্থির,
আক্ষেপ ঝড়ে অরব বিলাপে
পলকের গতি ধীর।

দৃষ্টিতে পরাজয়,
খর উত্তাপে ভস্ম প্রণয়
তবু কেন সুধাময়!

অপলাপে সারাক্ষণ,
বিরহী বোধরা সেঁকেছে তোমার
বারোমেসে বিকিরণ।

সবই পুড়েছে ... তাও,
তোমার চোখে তাকালে এখনও
মোহিনী দৃষ্টি দাও!

নিঃশেষ অনুক্ষণে,
তবুও কেন যে ঐ চোখ দেখে
মন কাঁপে শিহরণে!

ঋতুভেদে ধ্রুব ছল,
শিহরণে জমে মেঘ, তবু
মন-মৃত্তিকা নির্জল।

তুমি কি এমনই ঊষর,
জীবনের গায়ে শত রঙ মাখো
ঢাকতে মনের ধূসর ?

নাকি তুমি আছো সুখে,
ঋতুচক্রের মুগ্ধতা মেখে
ভুলে যাওয়া হাসিমুখে।

জেনো, আছো যেভাবেই,
জলে ফুলে রাঙা তোমার জীবনে
শুধু ... উষ্ণতা নেই।