কাছে আসতে দাও,
নির্জলা এই ব্যাকুল মনে
নতুন করে খরা এনে
তুমিই বা কি পাও ?


স্পর্শ করতে দাও,
অনুরক্তির উন্মেষণে
সমাজ-সাধুর নিয়ম মেনে
তুমিই বা কি পাও ?


অনুভূতি দাও,
জীবনবোধের অন্বেষণে
ঠিক-বেঠিকের দ্বিভাজনে
তুমিই বা কি পাও ?


পাশে থাকতে দাও,
তুমি আমি উনজনে
তবুও মাঝে পর্দা টেনে
তুমিই বা কি পাও ?


ভালোবাসতে দাও,
নশ্বরতার অনুক্ষণে
নির্বিচারে মন হননে
তুমিই বা কি পাও ?