কেন ডাকিস বারে বারে
সম্মোহিনী তীক্ষ্ণ সুরে,
জানিস না তুই, মর্তধামে
কিনছি আয়ূ চড়া দামে!


দেনার ভারে ন্যুব্জ কায়া
তবুও যে এই বাঁচার মায়া,
নিত্য করি জৈব-রিচার্জ
আরও কতো অকাজ-কুকাজ।


তুই থাকিস এক ভিন্ন ধরায়
তোর ভয়ে সব আখের গোছায়,
বীমার ছলে কুকাজ-ব্যসন
প্রার্থনাতে কুমীর-রোদন!


তবুও তুই কঠিন গোঁয়ার
সর্বগ্রাসী উপসংহার,
নিশাস্বপ্নে রোজই আসিস
কপটহাস্যে কাছে ডাকিস।


বলিস না তুই, আসবি কবে
তবুও যে তোর আসতে হবে,
বুঝিস না তুই! চাই না তোকে
ভালোই আছি ইহলোকে।


সবাই জানে আসবি যে তুই
তবুও গুমর শুধু শুধুই,
মারবি যেদিন অন্ত্য ছোবল
সব সাড়কেই করবি দখল।


হয় তো আসবি ব্যাধি হয়ে
করবি বিনাশ রয়ে সয়ে,
কিংবা আসবি অপঘাতে
সকাল ? সন্ধ্যা ? দিনে ? রাতে ?


আসবি যেদিন, সব সমাপন
বিযুক্তি-লাভ, কর্ম সাধন,
তোর কাছে হার মানবো সেদিন
তুই থাকবি, বিশ্রামহীন।