তালপাতার সেপাই
কতো করো বড়াই
জানো তুমি কার সাথে লড়ছো ?
তার আছে বল
আছে বায়ূ-জল
বৃথা তুমি জয়ের আশা গড়ছো।


তুমি ছোটখাটো
তার বুকে হাঁটো
তবু তাকে খুড়ে করো গর্ত,
তার গাছ কেটে
তার মাটি ঘেঁটে
জুড়ে দাও সভ্যতা শর্ত।


তালপাতার সেপাই
কেন করো বৃথাই
হাইরাইজ স্হাপনার দম্ভ,
যখন সে খ্যাপে
মারে না তো মেপে
ভেঙে দিবে তোমার উঁচু স্তম্ভ।


ভাবো কি কখনও
আগামী এখনও
তার দয়া করুণাতে পরাধীন,
সে যদি না চায়
নগরায়ন .. হায়
ইতিহাসে আক্ষেপ, খ্যাতিহীন।


তালপাতার সেপাই
তোমাকেই জানাই
গোড়া কেটে আগা তুমি ধুয়ো না,
সে অনেক বড়
তাকে পূজা করো
নিজে যেচে কলঙ্ক হয়ো না।


জীবে করো দয়া
অরণ্যে মায়া
প্রয়োজন রাখো সীমাবদ্ধ,
তার বায়ূ-জলে  
তার ফুলে ফলে
চেতনাকে করো তুমি শুদ্ধ।