অনেক নির্যাতনেও
নীরব রয়েছো তুমি,
অনেক ভালোবাসার
প্রিয় জন্মভূমি।


বুকের গভীরে রোষ
ম্যাগমার মতো তাপে,
দহন করছে নিয়ত
বিস্ফোরণের চাপে।


তবুও তুমি সতত
বিষগুলো নাও শুষে,
রজনীতে দাও নিদ্রা
প্রবোধন প্রত্যুষে।


স্নেহ মমতার স্পর্শে
যাদের করলে সোনা,
তারাই করলো ধর্ষণ
করলো বীরাঙ্গনা।


জল বায়ূ ফুল ফলে
যাদের করেছো ধন্য,
তারাই করেছে অবিরাম
তোমার শুচিতা চূর্ণ।


আমরা তাদেরই অংশ
অধমাধম সন্তান,
পলায়নপর কাপুরুষ
মনুষ্যরূপী শয়তান।


তারা যদি করে জুলুম
আমরা নীরবে সয়ে যাই,
তারা তো সবার সামনে
আমরা থেকেও কেন নাই ?


কাগজে কলমে আমরা
করি যুদ্ধের অভিনয়,
আমরা আসলে নামহীন
নেই যে আত্মপরিচয়।


তবুও আমরা জ্বলছি
তোমার বুকের লাভায়,
তোমার শোকের পীড়ন
আমাদেরকেই কাঁদায়।


তোমার ক্ষুন্ন গৌরব
আমাদেরই ব্যর্থতা,
তোমার সাথেই ভুগছি, তবু
প্রতিবাদে সুশীলতা!


যেদিন ঠেকবে পিঠ, হবো
আমরা হিংস্র বাঘ,
মনের গুপ্ত প্রকোপে, দিবো
কাগজে বিনাশী দাগ।


সেদিন আমরা যোদ্ধা, আর
তুমি আমাদের শক্তি,
আমরা হবো সন্তান
হবে শুদ্ধ মাতৃভক্তি।