মন টান প্রেম অবিকার
একই সুধা মেটায় তেষ্টা,
তোমার ঐ কোমল স্পর্শে
অচলাতে বাঁচার চেষ্টা।


জাগতিক নিষ্ঠুরতায়
যদি মনে কান্না ঢুকে,
পৌরুষ লুকিয়ে কাঁদি
মুখ গুঁজে তোমার বুকে।


ঘুমহীন রাতের শঙ্কা
যদি আজও তাড়া করে,
খোলা চোখে স্বপ্ন দেখি
তোমাকে আকড়ে ধরে।


হতাশার আঘাতে যখন
হৃদি কায়া চেতনা ঊষর,
ঠোঁটে ফুটে কামনার ফুল
ছুঁয়ে দিলে তোমার অধর।


উঁচুনীচু জীবনে যখন
দ্বিধা করে খুব অসহায়,
তোমারই নিবিড় চাওয়ায়
মন পৌরুষ খুঁজে পায়।    


আমারই ভেতরে শিশু
কখনও বালক কিশোর,
তুমি মোরে করেছো মানব
করেছো তোমার দোসর।