প্রশ্ন কোরো না যাচ্ছো কোথায়
হাতটি আমার ধরে,
উত্তর নেই প্রত্যাশা আছে
আমার হৃদয় জুড়ে।


ঠিকানা অধ্রুব যাচ্ছি তবুও
দুইজন অজানাতে,
হাঁটবো পড়বো ডুববো ভাসবো
মিলে মিশে একসাথে।


নকশা যে নেই, নেই অভীষ্ট
পথটাই জানা শুধু,
দুইজোড়া চোখে স্বপ্নদৃশ্য
দৃষ্টিতে সব ধূ ধূ।


অদেখা সীমানা অতল সায়র
মরু পাহাড় বন,
সবই আসবে তবুও ছুটবো
ছুটবে বাতুল মন।


ক্লান্তি ভ্রান্তি শ্রান্তি ভুলে
চলবে প্রণয় রথ,
বিশ্বাসে তার থাকবে শক্তি
সাহস দেখাবে পথ।


পরিণামের এই ক্ষুদ্র জীবনে
ভালোবেসে যাবো দূর,
আমরা রবো না রয়ে যাবে শুধু
প্রেম পবনের সুর।