তুমি যাও যতোই দূরে
পাবে তাকে ততোই কাছে,
তোমারই ভেতরে কোথাও
সে যে লুকিয়ে আছে।


তুমি যতো জমাও বিষাদ
সুখ তার ততোই পরম,
তোমারই অশ্ম চেতনে
সে মাখায় স্নেহের নরম।


তুমি পুষো যতোই ঘৃণা
প্রেম তার ততোই বাড়ে,
তোমারই রোষের ক্ষারে
সে আদর কাঠি নাড়ে।


তুমি যতো অসুর পিশাচ
তার মাঝে ততোই মানুষ,
তোমারই কৃষ্ণ গগনে
সে উড়ায় রঙীন ফানুস।


তুমি ঢালো যতোই কষ্ট
হাসি তার ততোই সাদর,
তোমারই আর্দ্র ক্লেশে
সে বিছায় রোদেলা চাদর।