মলয়কে ভালোবেসেছো, কেন
অরণ্যকে রাখো ঊষর ?
চার দেয়ালকে রঙীন করেছো
মনের দেয়াল ধূসর!


অভীষ্টকে কাছে চাও, কেন
পথকে আপন করো না ?
রজনী সুধার স্বাদ চাও, তবু
জোছনাকে কেন ধরো না ?


ঝরনা ধারায় রংধনু খোঁজো
জলরঙ থাকে অচেনা,
স্মৃতিকে ডাকলে সুখ আসে, কেন
ক্লিষ্ট স্মরণ আসে না ?


সময় অংক সমাপন, তবু
পরিণাম কেন নিগূঢ় ?
নিয়তি কবিতা মনে থাকে, তবু
ভুলে যাও কেন শেষ সুর ?


চিত্তকে করো তুষ্ট, অথচ
আত্মাকে ভাবো শুদ্ধ,
জন্মকে নিয়ে জয়গান, কেন
তবুও হৃদয় ক্ষুব্ধ ?