জীবন এখন খসড়া কোনো
কবিতার মতো বন্ধুর,


সন্নিপাতের ছন্দ বিলাস
বিমূর্ত সব কীর্তি প্রয়াস,
তবুও কি যেন হবে আশায়
মন ভাঙা কোন নৌকা ভাসায়,
পবনশূন্য শুকনো বাদাম
জলনিধি জুড়ে রোদ্দুর।


জীবন এখন পুরাতন কোনো
ঠাট্টার মতো নির্বোধ,


রসশুষ্ক হাসির দমক
স্মৃতির আড়ালে রূদ্ধ চমক,
আনন্দরা কালজীর্ণ
অসার মনন ধাতশূন্য,
অমোঘ বিষাদ জেনেও চলে
সুখানুভূতির উপরোধ।


জীবন এখন ব্লগে লেখা
কলামের মতো নিষ্ফল,


সমস্যারা হাসতে থাকে
বিবাদ শুধু কথার ফাঁকে,
কৃত্রিমতার কুল বিরচন
কৃশতনু সব সীমানা চয়ন,
সমাধানগুলো কর্পূর, তাই
চারপাশ আজ দুর্বল।