বুক ভরা জলের গভীর
তবু হাসে রৌদ্রে নদী,
তীরের ঐ রজত বালি
তার সাথী নিরবধি।


তুমি তো নদীই আমার
বুকে ধরো গহন মায়া,
আমি সেই বালুকার তীর
পাই শুধু জলের ছোঁয়া।

প্রবাহিণী সহায় হয়ে
ধূ ধূ তীর মুখর করে,
ধুয়ে দেয় সভ্যতা ক্লেশ
বহতা ঢেউয়ের তোড়ে।


তুমিও তেমনই আমার
মন প্রাণে সবুজ মাখো,
জৈবতা শোধন করে
চেতনায় মানুষ আঁকো।


তটিনী শান্ত দোসর
প্রেম সে আপ্লাবনে,
গর্ভের অন্তঃস্রোতে
সে প্রাণের স্বপ্ন বোনে।


তুমিও মায়াবতী মোর
কুলবধূ স্রোতস্বিনী,
আমি শুধু তট যে তোমার
তুমি মোর শৈবলিনী।