যত্নে বোনা স্বপ্ন মালায়
ধূল জমেছে পুরু,
আজ জানি না কেমন করে
সাফাই করি শুরু।


স্বপ্নফুলের পাপড়িগুলোয়
ইচ্ছে সুতোর পুল,
গ্রন্হিতে তার গুপ্ত মানস
চিত্ত সুখের ভুল।


পাপড়ি কোমল শীর্ণ সুতো
শিথিল যে তার বাঁধন,
খেয়াল খুশি ঢুকিয়ে করা
জোড়াতালির সাধন।


অলস মনের বিলাস ক্ষণে
গাথা যে এই ভূষণ,
অবহেলায় আজ হয়েছে
সেই শুচিতার দূষণ।


হাতের মতো মনের ঘরেও
ঝুলকালিদের স্তর,
রুক্ষ ধারাল স্পর্শের ভয়
এখন হৃদয়ভর।


স্বপ্নহারে ছোঁয়াই না তাই
অসিত মলিন মন,
খুব সেকেলে জীবন ছুতা
দিচ্ছি সারাক্ষণ।


এমনি করেই পাংশুলা সব
দাগ পড়েছে হারে,
স্বপ্নফুলেরা বিবর্ণ আজ
মনের অনাদরে।


ধূল জমা সেই স্বপ্নমালা
বিষাদ হাসি নিয়ে,
ঝরিত-প্রাচীন-নিলীন হবে
আমৃত্যু ক্ষোভ দিয়ে।