তোমাতে আমার জীবন মরণ
অর্পণ হৃদি দেহ,


কখনও ধারণ কভু বা বারণ
অদেখা দহন বেহায়া স্ফূরণ,
যাচন পূরণ স্খলন লুঠন
গোপন স্মরণ আপন সাধন
এমন করিয়া তোমারে প্রণয়
করিবে না আর কেহ।


তোমাতে আমার পৌরুষ তেজ
নিভৃতে চাহে স্নেহ,


কভু নিদ্রায় কখনও খেয়ালে
তোমার বুকের কোমল দেয়ালে,
নতুবা অরুণ অধর রুমালে
মায়াবী হরিষ বিষাদ মিশালে
এমন করিয়া তোমারে সোহাগ
করিবে না আর কেহ।


তোমাতে আমার কামনা এষণ
খুঁজিয়া পায় যে গেহ,
  
অর্ণব মাঝে শ্বেত তরী বুকে
গগন রৌদ্র অভিষব সুখে,
অনাবৃত দুই দেহ উতসেকে
বিলাসী রতির ভাব পরিলেখে
এমন করিয়া তোমারে স্বপন
দেখাইবে না কেহ।