একটু খোলো তোমার অধর
একটু গো দাও আর্দ্র আদর,
কণ্ঠ জুড়ে গ্রীষ্ম খরা
একটু বিছাও জলের চাদর।


একটু রাখো এই চোখে চোখ
একটু গো দাও হারানোর শোক,
বুকের ভেতর বর্ষা আমার
শুকনো চোখে বৃষ্টিটা হোক।


একটু বসো পাশে আমার
একটু গো দাও সঙ্গ তোমার,
অবসাদের শরত সাদায়
একটু পরাও নীল মণিহার।


একটু ধরো আমার দুহাত
একটু গো দাও স্পর্শ হঠাত,
সুখ সমীরণ হেমন্তে হোক
ধানি আশার রঙীন প্রভাত।


একটু জ্বালো উষ্ণ আলো
একটু গো দাও ভুলতে কালো,
হিম অসারের শীতে আমার
একটু প্রেমের অগ্নি ঢালো।


একটু জাগাও রঙ পিপাসা
একটু গো দাও সুখের আশা,
বর্ষ শেষের বসন্ততে
একটু শেখাও ভালোবাসা।