আমার আছে দুঃখ ঝাঁপি
দুঃখে নিথর দুঃখে কাঁপি,
বীন বাজালে ঝাঁপি খুলে
দুখ সাপেরা ফণা তোলে।
বীনের সুরে দুঃখ নাচন
আমি নাকাল সবার মাতন,
দুঃখরা দেখে খেলুড়ে হাত
ছোবল দেয়ার নেই বিষ দাঁত।


আমার আছে কষ্টের ভাঁড়
বুকের ভেতর শোক সমাহার,
জীবন জুড়ে সার্কাস সব
বাঘ ভালুক আর বানর সরব।
নাকের ওপর লাল রঙা বল
রংচঙা মুখ নেই চোখে জল,
কষ্ট বিবশ তবুও রঙীন
চলছে খেলা ক্লান্তিবিহীন।


আমার আছে জীবন জুয়া
ব্লাইন্ডে খেলি সীনে খোয়া,
দুইয়ের জোড়া অপূর্ণ ফ্লাশ
ক্নান্ত আমি মিলছে না তাস।
পণগুলো শেষ জীবন বাজি
তাও কেন যে প্লেয়ার সাজি,
অলীক ভাগ্যে খুঁজছি আকার
সব খেলাতে আমিই জোকার।