আমার আছে এক মুঠো জোছনা
তোমার আছে হৃদয় ভরা অনুরাগ,
লেনদেনের এই বৈষম্য-স্কেচে
সামাজিক নিয়মের হিবিজিবি দাগ।


তুমি রয়েছো হৃদয়ের আলো আধারিতে
আমি ভিজি রজত সুধার বর্ষণে,
নিয়ম যদি এতোই দর্পিত
ভালোবাসা হোক অসাম্যের অর্পণে।


আমাদের সুখ প্রতিষিদ্ধ যদি
কি কারণে খোঁজো সংজ্ঞা নীতি,
যা কিছু হচ্ছে হতে দাও ... কেন
মনের গভীরে জমাও ভীতি ?


চলন মনন বিভেদ খেলায়
ভুলে যাও যতো জাগতিক ক্লেশ,
অমিলেই যদি অনুরাগ শুরু
অনিয়মে হোক নিয়মের শেষ।


হিবিজিবি দাগ মুছবো কেন
দেখুক সে দাগ সমাজ সাধু,
বেদাগ প্রেমের মুহূর্তরা
মনের ভেতর রাখুক জাদু।


জাদুটাই হোক এক ফোঁটা সুখ
নিয়ম বিষের নীল চাদরে,
শরীর নোংরা করুক সমাজ ...
মন তো নিখাদ স্মৃতির আদরে।