কে যেন সরোদ হাতে,
নিথর বাতাস কাঁপিয়ে ডাকে
হিম চাদরের অলস রাতে।


নির্ঘুম মনটা বেলাজ,
মন রুমালে হৃদয় বোনে
অবৈধ সুখশ্রুতি কারুকাজ।


কুড়ি তারে মীড়ের খেলায়,
রতির স্রোতে অন্তর ভাসে
দেহটা রয় নৃলোক ভেলায়।


তুমি পাশে বিভোর ঘুমে,
জানছো না কখন যে সেই
সরোদ আমার লিপ্সা চুমে।


তোমার এই চার দেয়ালে,
আমি শুধু বৈধ হবো
শুচি হবো রাত পোহালে।


রাতটা যে ভুবন আমার,
সরোদের সুরেই জীবন
বাকি সময় বেঁচে থাকার।