বর্ষণ শীধু সুরবে আসিয়া
নীরস বিবশ অনিলে ভাসিয়া
বেলাবসানের অবসাদে আজি
রচিয়াছে মধুক্ষণ,


জৈষ্ঠ্য অনলে নিয়ত পুড়িয়া
চয়িত বেদনা নীরবে সহিয়া
বারিদ বিলাসী চপল সুধায়
বৈরাগী এই মন।


চিরকুটসম সুখের পদ্য
একজ্বরী রোদে হইয়া গদ্য
পর্ণী সুরের এষণে করিতো
অরব মাতম যজ্ঞ,


বাদল তাহাতে মাখিয়া ছন্দ
জড় চেতনায় দিয়াছে গন্ধ
বিভূতি স্বনন অনুলেহ রাগে
যাচিয়াছে অনুষঙ্গ।


আজি বিভাবরী নহলী কি সুখে
রচিবে কাব্য ধরণীর বুকে
কি শুভ বিমল কামনার বোধ
আসিবে মনন দ্বারে,


কদম্ব কর দামিনী নিষেকে
বরষা হাসিবে চারু পরিলেখে
পরিপ্লুত হৃদি রাখিবে যাতনা
অবসিত মণিহারে।