তোকে কাছে পাওয়ার জন্য
রোদের ঘ্রাণ তুলতে হবে পুকুর থেকে,
মেঘের কাছে চাইতে হবে জলের রঙ,
আর বৃষ্টির রুমাল বুনতে হবে
কান্না সূতোয়।


তবুও তুই কাছেই আসবি,
আমার তো হবি না ...


আমার গানের চুড়ি ইচ্ছের ঘুড়ি চেয়েছিস,
আমার হাসির আলতা
আর কথার নূপুর পায়ে দিবি,
শখ করেছিস।


সবই দেবো,
তাও তো তুই আমার হবি না ...


আমার গল্পের নায়িকার মতো
বড় গলার ব্লাউজ, নাভির নীচে শাড়ি,
তিন ফোঁটার টিপ পরবি,
শ্রাবণ জলে ছাতা ফেলে
খোলা রাস্তায় আঁচল সরাবি
আমার জন্য।


সবই কর,
তাও তো তুই আমার হবি না ...