বাতুল খেয়াল
শুদ্ধ সময় খোঁজে,
সেই মিশালের নিগূঢ় লালস
ক্ষেপার মনই বোঝে।


বোঝে না ক্ষেপা
গরল শুচির ভেদ,
নেই অভিমান নেই নিরূপণ
সবটাই তার জেদ।


ক্ষেপার মনে
ডুব সাঁতারের লোভ,
তলের মায়ায় জল পিপাসায়
ঝলমলে বিক্ষোভ।


তার আকাশে
বারোমেসে সমীরণ,
ইচ্ছে সূতোয় ভাবনা ঘুড়ি
ওড়ায় ক্ষেপার মন।


কেউ জানে না
কোন সে অভিলাষে,
হাজার নিয়ম কড়ার বাণেও
ক্ষেপার মনটা হাসে।


এমন খেয়ালে
জীবন ছবি এঁকে,
থাকবে ক্ষেপা স্মিত ... ভবের
রঙ্গ নাটক দেখে।