মেঘ বলে বৃষ্টি আসতে দেরী
ঘামগুলো করছে বিষাদ ফেরি,
আমি বলি হোক না জৈষ্ঠে প্রেম
তুমি আমি এমনই সেপিয়া ফ্রেম।


দাহ বলে দাও না আমায় ছুটি
কেন এই রগরগে খুনসুটি ?
আমি বলি কিসের ভদ্র প্রণয়
অনুলেহে কে-ই বা খোঁজে বিনয় ?


রোদ বলে পারবো না দিতে ছায়া
জ্বলে পুড়ে যাক সোহাগের মায়া,
আমি বলি থাকুক রোদের খর
আমরা তো পোড়াসুখে সহচর।


নীল বলে নেই অনিলের আদর
দহনে জ্বলছে ঘাসের চাদর,
আমি বলি কে আজ ঘুমায় ঘাসে
শুধু যদি আঁচলটা রাখো পাশে।


ফুল বলে পাণ্ডুর তার রূপ,
প্রজাপতি পরবাসে পাখি চুপ,
আমি বলি চাই না ফাগুন আর
তুমি শুধু চুল খোলো একবার।


সুখ বলে এই মাসে সে নেই
যা করার করো ... এভাবেই,
আমি বলি বোকা সুখ তুই ভাগ
দুখে করি ভাগাভাগি অনুরাগ।