মনের চোখে তোমার ছবি মন এঁকেছে যত্নে,
খুব প্রেমময় সেথায় তুমি বসন্ত সুখ-রত্নে।
দৃষ্টিতে আজ নেই তুমি তাও অন্তরে রও তুমি
বন্ধ চোখের ক্ষণজুড়ে তাই গুপ্ত রতন চুমি।


রত্ন বরের সেই চারুতায় নিত্য আসে ফাগুন,
দশমেসে সব ধূসর দুখে মন মাখে রঙ আগুন।
বসন্ত সুখ দেয় ধরা সেই একান্ত চিন্তনে,
হিম-দাহ-ঠায় বোধরা লুকায় বন্ধ চোখের ক্ষণে।


বেরঙ জনম অরব নিথর দৃষ্টিপাতের ধরায়,
বসন্ত সুখ-রত্ন বিরাগ পর্দাটাকে সরায়।
ঘুপচি ঘরের গুমোট বিষাদ জানলা দেখে হাসে,
এমন অলীক দৃশ্যগুলোই বন্ধ চোখে ভাসে।


হয় তো বা তাই চোখের পাতায় গ্রীষ্ম জাড়ের ভার,
আষাঢ়-শ্রাবণ চোখের কোণে জমাট অহংকার।
শরত ঠায়ে দৃষ্টি উদাস শ্বেত সুনীলের বনে,
ক্ষণিক সুখে তৃপ্ত লোচন হেমন্ত পার্বণে।


চোখের সাথেই মনটা হাসে কাঁদে ঘুমায় জাগে,
হয় না তবু মিল যে তাদের ফাগুন আসার আগে।
ফুল পাখিদল রোদের ছোঁয়ায় যখন রাঙায় মন,
সজাগ ধরায় মন খুঁজে পায় বন্ধ চোখের ক্ষণ।


ফাগুন বরণ সেই ক্ষণে মন আনমনা বর্ণিল,
সুপ্ত খেয়াল গুপ্ত আড়াল প্রকাশ্যে ঝিলমিল।
সেই ক্ষণে মন দৃশ্য বোনে খুব প্রিয় এক স্বপ্নে,
বন্ধ চোখে তোমার যে রূপ মন এঁকেছে যত্নে।