তুমি আমার মন-কলসে
ঢাকনা দেয়া শোক,


তোমার দেয়া কৃষ্ণ জলে
ডুবিয়ে রাখা প্রেমের ফুলে,
নেই এখন আর ফাগুন সুধা
চুপসানো তার স্পর্শ ক্ষুধা,
ছোঁয় না তারে আদর স্নেহ
বিবর্ণ তার বেটাল দেহ,
ছয়-ঋতু তার অন্ধকারে
বদ্ধ সোঁদা জলের ভারে ...
কুঁচকানো তার পাপড়িগুলো
আর খোলে না চোখ।


আমি তোমার নষ্ট হওয়া
কষ্টে-বোনা নীড়,


আমরা দুজন অনেক দূরে
কেউ বেসুরো কেউ বা সুরে,
গাইছি যে গান আত্মখেকো
“ভালো আছি ... ভালোই থেকো”,
কেউ-ই যে নেই ভালোর দলে
থাকছি ভালো মিথ্যে বলে,
মনের কোণে সাধ লুকিয়ে
ভাবছি দুজন লজ্জা নিয়ে ...
দুঃখ স্রোতে থাকুক ভিজে
তোমার আমার তীর।


আমিই ছিলেম আমিই আছি
থাকবো আমিই সাথে,


হয়তো তুমি অন্য কোথাও
দেহ স্নেহ প্রেম-সুধা দাও,
কিন্তু তোমার শীর্ষ সুখে
শরীর কাঁপে শূন্য বুকে,
সুখ মাতনে মূক যে প্রলাপ
অরব সেথায় রোজ অভিশাপ,
সুখ যেন হয় আমার অরি
দুঃখে আমি বাঁচি মরি ...
ভাবছো কিন্তু আমার কথাই
তার সাথে দিনরাতে।


তোমার আমার গল্পে বুনোট
অযুত ব্যথার বোধ,


মন আজও চায় জীবন খাতায়
লিখতে থাকি খসড়া কথায়,
চাও না তুমি যাক হয়ে শেষ
গল্প কিংবা ভাবনা আবেশ,
হোক বাসি প্রেম নষ্ট ফুলে
কেউ না জানুক কে কি ভোলে,
কার কি হবে এসব ভেবে
এই হিসেব আর কে মেলাবে ...
যুগল স্মৃতির পাওনা দেনা
না-ই বা হলো শোধ।