জীবন যদি মরণ হতো
শ্বসনভারের কষ্ট শত
বুকে বেঁধে বলতো মরণ
আর দিও না থাকতে এমন
দাও জীবনের স্বাদ,


এক জনমের কান্না পুষে
দেখতো মরণ অবিশ্বাসে
বিচ্ছেদের ঐ প্রসাদ-খেকো
শান্ত জীবন বলছে, দেখো
ভীষণ বিসংবাদ।


তুমি আমি তেমন করেই
যুঝছি দুজন বিভেদ বরেই
ভাবছি, তুমি আমি হলে
থাকতে কি আর ব্যথার জলে
পা-ডোবানো জেদে ?


তুমিও ভাবো হঠাত যদি
তোমার মনের শান্ত নদী
গিলতো আমায়, করতো ভরাট
জনমভরের অশ্রু জমাট
অন্তঃস্রোতের খেদে।


এমনি করেই তফাত মেপে
কাটছে জীবন প্রশ্ন চেপে
ঘরপোষা সব সুখের আলাপ
নিত্য লুকায় মনের বিলাপ
প্রেমের কুলুপ এঁটে,


আমরা দুজন রোজই হাসি
রোজই বলি, ভালোই বাসি
কিন্তু তফাত নিত্য তাড়ায়
নিজকে খুঁজি পরের খাতায়
লাইন-পাতা সব ঘেঁটে।


মরণ যদি জীবন হতো
তোমার আমার বিভেদ যতো
খুঁজতো যে শেষ শুরুর মাঝে
এই তফাতে অন্ত সাঁঝে
কাঁপতো কি আর বুক ?


আমরা না হয় চলতে থাকি
থাকুক সাথে মিথ্যে ফাঁকি
মজুক হৃদয় মরণ খেলায়
জীবনশেষের সন্ধ্যাবেলায়
হয়তো পাবো সুখ।