নিঃস্বার্থ অশ্রু
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
====================
কত বুঝাই মাগো আমি
ছোট্ট এখন নই
তোমায় ছেড়ে একা একা
দূর শহরে রই-
আমায় নিয়ে ভাবো কেন
ঝরাও আঁখিজল
আমি কি আর অবুঝ খোকা
বল্ না আমায় বল্ ?
এত্ত বড় ডাগড় ছেলেক
রাখবে চোখে চোখে ?
একটুখানি আড়াল হলেই
বুক ভেসে যায় শোকে !
ছুটি পেলে বাড়ি গেলে
মায়ের বুকটা ভরে
বিদায় বেলা করুণ খেলা
ডুকরে কাঁন্না করে !
আমার বুকেও ঝরে তখন
আষাঢ়ের বাদল
হাসির ছলে সান্ত্বনা দেই
কষ্ট করে তল !
নিঃস্বার্থ অশ্রু কেবল
মায়ের চোখে দেখি
অন্য কারও কাঁন্না রে ভাই
একেবারেই মেকী ।
ভাল্লাগেনা হে দয়াময়
এমন একটা কর্ম চাই
মায়ের আঁচল তলে থেকে
যেন সেটা করতে পাই ।