দীর্ঘ সময়ের অবকাশে,
আমাদের ঘুনেধরা বন্ধুত্বের আবেশ
আজ রূপায়িত হবে এক আলোকমঞ্চে
ফিরে পাবে জীবন ভিন্ন রঙের আলোকচ্ছটায়।


সেই রঙ গায়ে মেখে বউ সেজেছে
আমাদের সেই ছোট্ট বেলার রিমি।


আর হাতে ক্যামেরায় আসবে মিলন,
তুলবে ছবি, খাবে পেটভরে!


ক্লাসের প্রথম রোল খ্যাত
সেই ছেলেটি আসবে ঝুড়ি হাতে নিয়ে
পঁচাবে তোমাদের কবিতা দিয়ে।


বরিশালের লঞ্চ চেপে
সাত সাগর তের নদী পাড়ি দিয়ে
আসবে সুপ্তি, খেয়ে যাবে মুরগী!


আমাদের নিশি, নিশিরাত আলো করে
বাত্তি জ্বালাবে রিমির বাসর রাতে!


হাজারো "আশা" বুকে নিয়ে
নতুন "আশার" অন্বেষণে
আসবে মামুন পালকি চড়ে!